Monday, August 15, 2016

ন্তুন যুগ needs modification ঃ

বলিস আমায় সহচরী 
দিয়ে ঠিক ছেঁড়া ছিঁড়ি 
ই গো দ্বন্দ্ব -এ 
দিস না ধ্যান ।

লে প্রেমিক ................................................।

লে প্রেমিক ................................................।
হে ভগবান
রাত জেগে লেখা
গলে পড়া ভালবাসার কবিতা 
চুলে স্পাইক
ট্রিম করা দাঁড়ি
বড় ফ্রেমের চশমা
সব কি আজ বিফলে ?
পাগলা
ওই দ্যাখ
kfc তে
dominos এ
এতো খিদে যখন
চেখে আয়
তোর মতোই
হাড়ে ময়দা মাখানো ................................................

destination (গন্তব্যস্থল)

গন্তব্যস্থল - বিনায়ক

লাল নিস্তব্ধ সাইকেল ।
কেক
বাইক
বাজার ব্যাগ
এখনো রাস্তা ঢালু ।


Saturday, August 13, 2016

system

system
part 1.
নুনের কৌটোর জানলা খুলে
চেয়ার ঢুকে যাচ্ছে ব্যাগে
বে ড সিট কাল সিটে ঢাকা
পিঠের অভিনয় ঝুঁকছে প্রনামে ..............................।

শরীর যখন সম্পর্ক

শরীর যখন সম্পর্ক - বিনায়ক
এসো ভালোবাসা ভালোবাসা খেলি ।
ইঞ্চি দিয়ে মেপে নিও
এর গভীরতা 
আর স্টপওয়াচ দিয়ে
টিকে থাকার ক্ষমতা ।

Tuesday, August 9, 2016

guess the name

তোমার মত ঔ বড্ড সামাজিক ।
একা ডেকেছি কতবার
দল নিয়ে হাজির হয় ।
চোখ নাক কান আলাদা করতে পারিনা
খালি শরীর টা পেলেই কাটা কুটি করতে থাকি । 
যত ভেতরে যাই
আমাকে জড়িয়ে ধরে ।
হাফিয়ে উঠি ,আর না পরে
ও ছাড়ে না ,বুকে চেপে বসে ।
--------------------বিনায়ক

Tuesday, August 2, 2016

THE WAY (রাস্তা )

রাস্তা - ্বিনায়ক
অনেক টা সময়
অনেক পায়ের ছাপ
স্পষ্ট হয় রাস্তা ।
শ্যাওলা ফেলতে
ঘাস জন্মাতে
দু একটা নিম্নচাপ ।
চোর পুলিশ খেলার সময়
না ধরা পড়ার লোভে
হার মানাতাম
অনেক ঝোপ ঝাড়কে ।
পেছনে থাকা বন্ধুটাও
কিছুর তোয়াক্কা না করে
পা মেলাত ছাপে ।
অবাক হতাম যখন
কোন অচেনা লোক
পথ খুঁজে পেত
আমাদের বানানো রাস্তায় ।

Featured post

Neo concrete poetry by Binayak Dutta