Monday, July 11, 2016

I do not like circus anymore

সার্কাস আর টানে না আমায় 


সার্কাস আর টানে না আমায় - বিনায়ক
ছোট বেলায় আমি খুব সার্কাস ভক্ত ছিলাম
কারনে অকারনে মারতাম তালি।
তারপর একদিনের কিছু খেলা
আর সার্কাস টানে না আমায় ।
হাঁটতে জানে না ওই বাচ্চাটা
ছুঁড়ে দিল ওকে ,হ্যা ছুঁড়ে দিল
যেন ভাসতে জানে না
ধরতে চাইছে কোন এক হাত ।
শূন্যে আকপাক খাচ্ছে ও
আর বাড়ছে তালির শব্দ ।
এক সুন্দরী হাত পা বাঁধা গর্ভ বতী
রঙিন চাকায় ঘুরছে
আর অনবরত শত শত ধারালো ছুরি ।
ওর ভেতর থেকে আসছে দমবন্ধ করা শব্দ
মাগো ,আমার বড্ড ভয় করে ।
ক্ষীণ দৃষ্টির এক বৃদ্ধ যে
লাঠি ছাড়া পারে না সিঁড়ি ভাঙতে ,
পার হচ্ছে লম্বা দড়ি ।
আর আমার সাইজের ওই লোকটা
গেডডু গেডডু বলে যাকে উপহাস করছে সবাই
শেষ নিঃশ্বাস পর্যন্ত ,
খাচ্ছে ধুলোতে গড়াগড়ি,
হাসছে সবাই ।
বাড়ি ফিরে সেদিন আর ঘুম ধরেনি
সার্কাস আর টানে না আমায় ।

No comments:

Post a Comment

Featured post

Neo concrete poetry by Binayak Dutta