Tuesday, December 6, 2016

নির্বাক - বিনায়ক দত্ত

মাইক্রোফোন ইকুয়েলস টু 
ডিলডো । 
এবার স্টেজের প্রশ্ন তুললেই , 
ঠাস করে একটা চড় বসাবেন ?
নো প্রবলেম ,
লেস দ্যানে শিশুপাচারটা ফেলে দিচ্ছি ।
আর ভদ্রলোক বলে সময়টাকে গালাগালি করবেন না প্লিজ ।
ঘোমটা উঠিয়ে রাস্তাগুলোকে লজ্জায় , নাইবা ফেলবেন ।

Saturday, December 3, 2016

বাক্ ১০৪: বিনায়ক দত্ত

বাক্ ১০৪: বিনায়ক দত্ত: আর এক লেবুর কাহিনি   মাঝরাতে ফিরতি পথে   পেছন সিটে    একা ক্লান্ত     কমলা কমলা ফ্যান্টাসি     কারো তোয়াক্কা না...

no name

দুরে রাখো ,
কুয়াশা হয়ে যাব ।
কাছে ডাকো ,
কুয়াশা হয়ে যাব ।
এখন কুয়াশায় থাকছি ।

যারা ভগবানে বিশ্বাস করে না - বিনায়ক দত্ত

স্মৃতি জমাট বাঁধার আগে 
'বাবা' শব্দটা হারিয়ে ফেলেছে যারা ,
তাদের কাছে 'ঈশ্বর' এক সমার্থক শব্দ ।
দেখা যাবে না ,
ছোঁয়া যাবে না ,
সব , সব বলা যাবে ।

Featured post

Neo concrete poetry by Binayak Dutta