Sunday, July 31, 2016
Saturday, July 30, 2016
Thursday, July 28, 2016
Monday, July 25, 2016
no name 5
কখনো লিখতে লিখতে
কান লাল হয়ে ওঠে না ?
গরম পারদ ছিটকে
বেরিয়ে আসতে চায় না
ইলাস্টিক থার্মোমিটার টা থেকে ।
চারিদিকে আগুনে সব পোড়াচ্ছে
আর তুমি সিগারেট ধরাতে দেশলাই খুঁজে বেড়াচ্ছ ।
কি ভেবেছিলে জিজ্ঞেস করব -
"পুজোয় কটা জামা কিনবে ? "
কান লাল হয়ে ওঠে না ?
গরম পারদ ছিটকে
বেরিয়ে আসতে চায় না
ইলাস্টিক থার্মোমিটার টা থেকে ।
চারিদিকে আগুনে সব পোড়াচ্ছে
আর তুমি সিগারেট ধরাতে দেশলাই খুঁজে বেড়াচ্ছ ।
কি ভেবেছিলে জিজ্ঞেস করব -
"পুজোয় কটা জামা কিনবে ? "
Saturday, July 23, 2016
Monday, July 18, 2016
No name #
কখনো নিজেকে
তোমার ভগবান মনে হয় না ?
এই একটা পাথর, জীবন দিলে
ঘাটে প্রেমিকার কাপড় কাচা দেখছে ।
এই একটা গাছ হাত বাড়িয়ে
তোমার খোঁপায় সাজিয়ে দিল
সব থেকে উঁচুর ফুল ।
ওই মরা মানুষ টা জ্যান্ত হয়ে
গড়গড়িয়ে বলে যাচ্ছে অতৃপ্ত ইচ্ছা ।
তুমি হয়ত কবিতা লেখো না ।
তোমার ভগবান মনে হয় না ?
এই একটা পাথর, জীবন দিলে
ঘাটে প্রেমিকার কাপড় কাচা দেখছে ।
এই একটা গাছ হাত বাড়িয়ে
তোমার খোঁপায় সাজিয়ে দিল
সব থেকে উঁচুর ফুল ।
ওই মরা মানুষ টা জ্যান্ত হয়ে
গড়গড়িয়ে বলে যাচ্ছে অতৃপ্ত ইচ্ছা ।
তুমি হয়ত কবিতা লেখো না ।
Saturday, July 16, 2016
Balance
সমতা বিধান - বিনায়ক
প্রত্যেকটা তীর
সমান হচ্ছে ।
শ্রদ্ধা ,ভক্তি
রাগ ,ভালবাসা
ঠিক অনুপাতে
সব দরকার ।
কেউ তাপ দেয়,
কেউ তাপ নেয় ।
বোঝা যায় সব ।
সমান হচ্ছে ।
শ্রদ্ধা ,ভক্তি
রাগ ,ভালবাসা
ঠিক অনুপাতে
সব দরকার ।
কেউ তাপ দেয়,
কেউ তাপ নেয় ।
বোঝা যায় সব ।
Friday, July 15, 2016
life is a polygon
জীবনটা গোল নয়
পলিগন ।
বাহু দৈ র্ঘ্য কর্মের
সমানুপাতে ।
এক থেকে অন্য বাহু
বাধা কোনা ।
লাক টাক থাকলে ভালো যদি
ওঠার কোন কমে ।
এগোচ্ছ এগোতে
মৃত্যু তার শেষ শীর্ষবিন্দু ।
মৃত্যুর পর জন্ম পর্যন্ত
একটা বাহু কিন্তু থেকে যায় ।
পলিগন ।
বাহু দৈ র্ঘ্য কর্মের
সমানুপাতে ।
এক থেকে অন্য বাহু
বাধা কোনা ।
লাক টাক থাকলে ভালো যদি
ওঠার কোন কমে ।
এগোচ্ছ এগোতে
মৃত্যু তার শেষ শীর্ষবিন্দু ।
মৃত্যুর পর জন্ম পর্যন্ত
একটা বাহু কিন্তু থেকে যায় ।
no name (read it )
একটা আপেল
গাছ থেকে পড়তেই
পেল মুক্তি বেগ ।
উঠে যাচ্ছে ওপরে ।
সই লোনা হাওয়া ,
উঠল ছাল চামড়া ।
বাকি শুধু বীজ
অবাধে পতনশীল ।
নতুন গাছ আবার ।
ভয় পাচ্ছে কে ?
মাটি ,হাওয়া নাকি .................................
গাছ থেকে পড়তেই
পেল মুক্তি বেগ ।
উঠে যাচ্ছে ওপরে ।
সই লোনা হাওয়া ,
উঠল ছাল চামড়া ।
বাকি শুধু বীজ
অবাধে পতনশীল ।
নতুন গাছ আবার ।
ভয় পাচ্ছে কে ?
মাটি ,হাওয়া নাকি .................................
Thursday, July 14, 2016
last station
মুক্তির স্টেশন
আবার আড়ালে হাত বাড়ালে
ইঙ্গিতের অনপেক্ষায়
বেঁকে যাচ্ছি গলি
শুনেছি এ পাড়ার সব গলি স্টেশনেই মেলে
ইঙ্গিতের অনপেক্ষায়
বেঁকে যাচ্ছি গলি
শুনেছি এ পাড়ার সব গলি স্টেশনেই মেলে
আ ঠু ভালো থাকলে যেও সাথে
আজকাল ট্রেনে খুব ভিড়
টেস্ট টিউ বের বেবিকেও ফুল টিকিট কাটতে হয়
চিন্তা করো না
আগে ভাগে রুমাল ফেলে
তোমার পাশেই ফেলব সিট
আজকাল ট্রেনে খুব ভিড়
টেস্ট টিউ বের বেবিকেও ফুল টিকিট কাটতে হয়
চিন্তা করো না
আগে ভাগে রুমাল ফেলে
তোমার পাশেই ফেলব সিট
আমি স্লিপারে ,তুমি বসে
ঘুমিয়েও শান্তি হবে না ।
ঘুমিয়েও শান্তি হবে না ।
নারী কবে বুঝবে তুমি ?
ওই মানুষ টা তোমার হাত
ধরেই ঠোঁট ছুঁতে চাইল
অভদ্র বলে ড্রেনের জলে মেশালে ।
ধরেই ঠোঁট ছুঁতে চাইল
অভদ্র বলে ড্রেনের জলে মেশালে ।
আর ওই মানুষটা যে
আড়াল থেকে মাপছে সারাদিন
ঘোমটা পরে ভদ্রতা বাড়াচ্ছে
রাত্রে ভেজাচ্ছে প্যান্ট
সে ভদ্র ,সুস্থ ,বাহ বাহ ।
আড়াল থেকে মাপছে সারাদিন
ঘোমটা পরে ভদ্রতা বাড়াচ্ছে
রাত্রে ভেজাচ্ছে প্যান্ট
সে ভদ্র ,সুস্থ ,বাহ বাহ ।
নারী কবে বুঝবে তুমি ?
plus minus
প্লাস মাইনাস
এই দেখলাম তুমি আমার দিকে তাকালে
এই দেখছি তুমি ঘড়ি দেখছো
এই দেখলাম তুমি আমার দিকে আসছিলে
এই দেখছি তুমি কাওকে খুঁজছো
এই দেখছি তুমি ঘড়ি দেখছো
এই দেখলাম তুমি আমার দিকে আসছিলে
এই দেখছি তুমি কাওকে খুঁজছো
Wednesday, July 13, 2016
Crying Is Good (translated from bengali )
Many nightmares
harsh reality
unmatched estimates
are saved in sight for a long time
to hold them I erected dams
emotions wanted to overflow
new commitments
erected barricade
eyelids get thicker every time
your touch
in the grass less pitch
giving shiver in nave
clouds start forming by cold air
it's going to rain
today I could not stop myself
from swamping my banks
do not want to be blind anymore
crying is good
harsh reality
unmatched estimates
are saved in sight for a long time
to hold them I erected dams
emotions wanted to overflow
new commitments
erected barricade
eyelids get thicker every time
your touch
in the grass less pitch
giving shiver in nave
clouds start forming by cold air
it's going to rain
today I could not stop myself
from swamping my banks
do not want to be blind anymore
crying is good
no name (practice writing )(select three different objects tree,transformer and petrol )
অতৃপ্ত তৃষ্ণায়
গ্যালনে পেট্রল
চুষে নিচ্ছে গাছ
থরথরিয়ে নগ্ন ট্রান্স ফর্মার
শপিং মলে মাটির চাদর
Tuesday, July 12, 2016
you are the source of my energy
শক্তি আমার আর রাত পায়না । অসংখ্য তুমি নিউক্লিয় সংযোজনে আমার হয়ে বেরোচ্ছে ।
The real things
The Real Things - Poem by binayak dutta
I can not show you
how much deep my love is
I can show you
the dreams, the promises
the hopes
how they have agglomerated
how much deep my love is
I can show you
the dreams, the promises
the hopes
how they have agglomerated
Monday, July 11, 2016
You feel them not important ( translated from bengali haiku )
Yellow flower of the field
can not dress up like rose
in lonely times
they accompany you
holding your legs
can not dress up like rose
in lonely times
they accompany you
holding your legs
the story of a stoner
The story of a STONER.
I am in love with
this small green bud
time has changed enough
and I cant party hard...
once they called me nerd
& now they add lazy
often when I find them
they pretend to be busy
I am a stoner
the ground,where I am from
hunger is certain here
being thirsty is norm
yes it choke my lung
when I try to inhale the peace
already stained my character
but I needed mental bliss
yes I dream a lot
but cant escape from reality
they do ****ing things
in the name of creativity
I m a stoner
illegal they call
trampled many homeless
when they were in alcohol
they say love the earth
but cover it with concrete
good things may arise in
mind ,when you hit
my learning sucks
when I try to explain the things
but as I got the green bud
I know how to add wings
yes we are stoner
often feel nervous in crowd
we love peace and
cant demand it loud
bela bose by anjan dutta is for all decades (my version ) post from past
সপ্ন গুলো পর্ণমচি র মতো
খসে পড়ে এক এক মাঝ রাতে
যত্ন করে কুঁড়িয়ে রাখি ভিজে বালিশের নিচে
বসন্ত এলে পাই যেন তোকে সাথে
খসে পড়ে এক এক মাঝ রাতে
যত্ন করে কুঁড়িয়ে রাখি ভিজে বালিশের নিচে
বসন্ত এলে পাই যেন তোকে সাথে
আই থেকে ইউ মাঝে ৬৯
বেলা বোস তুই পাস কি শুনতে
পারিনি জোটাতে চাকরি এই মুদ্রাস্ফিতি র যুগে
পারিনি সম্মান বাঁচাতে ...।।
বেলা বোস তুই পাস কি শুনতে
পারিনি জোটাতে চাকরি এই মুদ্রাস্ফিতি র যুগে
পারিনি সম্মান বাঁচাতে ...।।
she does not ask me
ও প্রশ্ন করে না -বিনায়ক
পাঁশ হবে ওটা
-পাঁশের মানে কি ?
সব ধোঁয়া ধোঁয়া
-ধোঁয়া ধোঁয়া মানে ?
-সমাপ্তি ওড়ে
-সমাপ্তি সে কে ?
পায়রা,লাল পা
-পায়রাও ওড়ে ?
সুখে আছে ডানা
-সুখে আছে কেন ?
পালক আছে না
-পালক কোথায় ?
মেঘ দেখছো না
-মেঘ ? এত দূরে ?
মেশে দিগন্তে
-পাঁশের মানে কি ?
সব ধোঁয়া ধোঁয়া
-ধোঁয়া ধোঁয়া মানে ?
-সমাপ্তি ওড়ে
-সমাপ্তি সে কে ?
পায়রা,লাল পা
-পায়রাও ওড়ে ?
সুখে আছে ডানা
-সুখে আছে কেন ?
পালক আছে না
-পালক কোথায় ?
মেঘ দেখছো না
-মেঘ ? এত দূরে ?
মেশে দিগন্তে
I do not like circus anymore
সার্কাস আর টানে না আমায়
সার্কাস আর টানে না আমায় - বিনায়ক
ছোট বেলায় আমি খুব সার্কাস ভক্ত ছিলাম
কারনে অকারনে মারতাম তালি।
তারপর একদিনের কিছু খেলা
আর সার্কাস টানে না আমায় ।
হাঁটতে জানে না ওই বাচ্চাটা
ছুঁড়ে দিল ওকে ,হ্যা ছুঁড়ে দিল
যেন ভাসতে জানে না
ধরতে চাইছে কোন এক হাত ।
শূন্যে আকপাক খাচ্ছে ও
আর বাড়ছে তালির শব্দ ।
এক সুন্দরী হাত পা বাঁধা গর্ভ বতী
রঙিন চাকায় ঘুরছে
আর অনবরত শত শত ধারালো ছুরি ।
ওর ভেতর থেকে আসছে দমবন্ধ করা শব্দ
মাগো ,আমার বড্ড ভয় করে ।
ক্ষীণ দৃষ্টির এক বৃদ্ধ যে
লাঠি ছাড়া পারে না সিঁড়ি ভাঙতে ,
পার হচ্ছে লম্বা দড়ি ।
আর আমার সাইজের ওই লোকটা
গেডডু গেডডু বলে যাকে উপহাস করছে সবাই
শেষ নিঃশ্বাস পর্যন্ত ,
খাচ্ছে ধুলোতে গড়াগড়ি,
হাসছে সবাই ।
বাড়ি ফিরে সেদিন আর ঘুম ধরেনি
সার্কাস আর টানে না আমায় ।
কারনে অকারনে মারতাম তালি।
তারপর একদিনের কিছু খেলা
আর সার্কাস টানে না আমায় ।
হাঁটতে জানে না ওই বাচ্চাটা
ছুঁড়ে দিল ওকে ,হ্যা ছুঁড়ে দিল
যেন ভাসতে জানে না
ধরতে চাইছে কোন এক হাত ।
শূন্যে আকপাক খাচ্ছে ও
আর বাড়ছে তালির শব্দ ।
এক সুন্দরী হাত পা বাঁধা গর্ভ বতী
রঙিন চাকায় ঘুরছে
আর অনবরত শত শত ধারালো ছুরি ।
ওর ভেতর থেকে আসছে দমবন্ধ করা শব্দ
মাগো ,আমার বড্ড ভয় করে ।
ক্ষীণ দৃষ্টির এক বৃদ্ধ যে
লাঠি ছাড়া পারে না সিঁড়ি ভাঙতে ,
পার হচ্ছে লম্বা দড়ি ।
আর আমার সাইজের ওই লোকটা
গেডডু গেডডু বলে যাকে উপহাস করছে সবাই
শেষ নিঃশ্বাস পর্যন্ত ,
খাচ্ছে ধুলোতে গড়াগড়ি,
হাসছে সবাই ।
বাড়ি ফিরে সেদিন আর ঘুম ধরেনি
সার্কাস আর টানে না আমায় ।
Sunday, July 10, 2016
বিন্দুই রয়ে গেলে
বিন্দুই রয়ে গেলে - বিনায়ক
কুছ পরোয়া নেহি ভেবে
উল্কার মত একা ছুটে যাওয়ার
সিদ্ধান্ত নিলে ,বাহ ,বেস ।
যোগ ,বিয়োগ ,গুন ,ভাগ
ক্যালকুলাসে সিদ্ধহস্ত তুমি
জ্যামিতিতে বড্ড কাঁচা রয়ে গেলে ।
মাটি ছোঁয়ার আগে পর্যন্ত
আলোর গতিবেগ পেয়ে গেলেও
একটা হাত ও যদি না ধরো
সামান্য দাগ টুকুও কেটে যেতে পারবে না ।
উল্কার মত একা ছুটে যাওয়ার
সিদ্ধান্ত নিলে ,বাহ ,বেস ।
যোগ ,বিয়োগ ,গুন ,ভাগ
ক্যালকুলাসে সিদ্ধহস্ত তুমি
জ্যামিতিতে বড্ড কাঁচা রয়ে গেলে ।
মাটি ছোঁয়ার আগে পর্যন্ত
আলোর গতিবেগ পেয়ে গেলেও
একটা হাত ও যদি না ধরো
সামান্য দাগ টুকুও কেটে যেতে পারবে না ।
Thursday, July 7, 2016
haiku
১। ছোট্ট নদী
অন্তর্বা হি নী চোখে
স্থল ও পেল না ।
২। মাঠের হলুদ ফুল
গোলাপ সাজতে পারে না
একাকিত্বতায়
পায়ে ধরে সঙ্গ দেয় ।
৩। অন্ধকারের লোভে
ক্ল রো ফর্ম নাকে চেপে
সূর্য কে ট্রিগার
অন্তর্বা হি নী চোখে
স্থল ও পেল না ।
২। মাঠের হলুদ ফুল
গোলাপ সাজতে পারে না
একাকিত্বতায়
পায়ে ধরে সঙ্গ দেয় ।
৩। অন্ধকারের লোভে
ক্ল রো ফর্ম নাকে চেপে
সূর্য কে ট্রিগার
Wednesday, July 6, 2016
কমদামী কবি
কিছু কড়া ডোজের চার দিও তো
হাইপোথ্যালামাসের প্রিয় খাদ্য হয়ে ওঠা চায়
একই ঘোলা জল ,তার ওপর সবার বেজায় ডিমান্ড
কমদামীর গন্ধ পেলে আগে নাক সিটকায়
হাইপোথ্যালামাসের প্রিয় খাদ্য হয়ে ওঠা চায়
একই ঘোলা জল ,তার ওপর সবার বেজায় ডিমান্ড
কমদামীর গন্ধ পেলে আগে নাক সিটকায়
we are in trouble
পরি স্থি তি বড্ড প্রতিকুল
বৃষ্টি ছুঁয়ে ভিজবে না শপথে
সব লেপছে ভেসলিন প্রলেপ
প্রেমের কবিতা লিখতে লিখতে
দড়িতে সান দিচ্ছে জল্লাদ ।।
- বিনায়ক
Monday, July 4, 2016
হিজিবিজি syllogism
জড় জীবের বেসিক
ডিফারেন্সটা গতি ,গতিই ।
সব গতির গতি হয় না ।
ডিফারেন্সটা গতি ,গতিই ।
সব গতির গতি হয় না ।
গতির উৎস প্রান ,
এর পরিস্ফুটন গতি ।
শেষ পৃথিবীর যেদিন গতি
মিসকে যাবে প্রান ।
এর পরিস্ফুটন গতি ।
শেষ পৃথিবীর যেদিন গতি
মিসকে যাবে প্রান ।
প্রান থাকলে চিন্তা আসে
ঘুন ধরে আবার চিন্তাতেও ।
ঘুন ধরে আবার চিন্তাতেও ।
চিন্তার উৎস কোথায় ?
কেও গালে হাত মাথায়
দু তিন টোকা মেরে বললো মাথা
আবার কেও কেও বুকের ডান দিক বাঁ দিক ছুঁয়ে
কিছু একটা দেখাতে চায় ।
আমিতো ছুঁয়ে কিছুই পাইনা
বরং ভাবনায় জড়ি য়ে যাই ।
কেও গালে হাত মাথায়
দু তিন টোকা মেরে বললো মাথা
আবার কেও কেও বুকের ডান দিক বাঁ দিক ছুঁয়ে
কিছু একটা দেখাতে চায় ।
আমিতো ছুঁয়ে কিছুই পাইনা
বরং ভাবনায় জড়ি য়ে যাই ।
তাহলে কি জীবিত না সব জীব
আবারও কি অনেক জড় জীবিত হয় ?
আবারও কি অনেক জড় জীবিত হয় ?
Sunday, July 3, 2016
bidisha
বিদিশা
প্ল্যাটফর্ম চার সময় দশ
বেলঘরিয়া তখন রুটি পরটাময় ।
হিল জুতো চুল স্ত্রেটে অব্যক্ত
ওর গন্ধে স্টেশন মাতাল
চোখ মেলায় না
অ্যাপেলের ফোনে টক টক টক ।
আমায় দেখলো ?
হ্যা ,আমি দেখেছি ।
ট্রেন দাঁড়াতেই ,ওকে তুলে নিল
হর্ন দাবিয়ে কানে কানে বলে গেল
"রুটি কেন রুটি ,ও চামড়া বেচে । "
বেলঘরিয়া তখন রুটি পরটাময় ।
হিল জুতো চুল স্ত্রেটে অব্যক্ত
ওর গন্ধে স্টেশন মাতাল
চোখ মেলায় না
অ্যাপেলের ফোনে টক টক টক ।
আমায় দেখলো ?
হ্যা ,আমি দেখেছি ।
ট্রেন দাঁড়াতেই ,ওকে তুলে নিল
হর্ন দাবিয়ে কানে কানে বলে গেল
"রুটি কেন রুটি ,ও চামড়া বেচে । "
Saturday, July 2, 2016
cen tas
সেন তাসে
এক্কান্নটা সম্ভাবনা এক মিনিটে ।
তাস খেলেছ ?
ওই যে এক্কা ,ওই যে রাজা,ওই যে রানী
ওই যে গোলাম
চার চার করে
ভিন্ন বর্ণে ভেঙ্গে যাচ্ছে ।
তাস খেলেছ ?
ওই যে এক্কা ,ওই যে রাজা,ওই যে রানী
ওই যে গোলাম
চার চার করে
ভিন্ন বর্ণে ভেঙ্গে যাচ্ছে ।
আর জোকারটা ,
ইশ্বর বোঝো ?
হ্যাঁ ,জন্ম নেয় ওদের মাঝেয় ।
বর্ণ ,ধর্ম সব ছাড় তার
শুধু কর্ম ,শুধু কর্ম ।
ইশ্বর বোঝো ?
হ্যাঁ ,জন্ম নেয় ওদের মাঝেয় ।
বর্ণ ,ধর্ম সব ছাড় তার
শুধু কর্ম ,শুধু কর্ম ।
p.s - census 2011 report says 51 kids born in India in every minute .
Subscribe to:
Posts (Atom)
Featured post
-
ভাবনার বচন -বিনায়ক ভাবলাম একটা কবিতা লিখি অভিধান খুলে টপাটপ শিখি ভাবলাম একটা বানাবো বাড়ী পকেট হাতড়ে রূমাল ঝাড়ি ভাবলাম এবার উড়...
-
সার্কাস আর টানে না আমায় সার্কাস আর টানে না আমায় - বিনায়ক ছোট বেলায় আমি খুব সার্কাস ভক্ত ছিলাম কারনে অকারনে মারতাম তালি। তারপর একদিনে...