Thursday, July 14, 2016

last station

মুক্তির স্টেশন

আবার আড়ালে হাত বাড়ালে
ইঙ্গিতের অনপেক্ষায়
বেঁকে যাচ্ছি গলি 
শুনেছি এ পাড়ার সব গলি স্টেশনেই মেলে
আ ঠু ভালো থাকলে যেও সাথে
আজকাল ট্রেনে খুব ভিড়
টেস্ট টিউ বের বেবিকেও ফুল টিকিট কাটতে হয়
চিন্তা করো না
আগে ভাগে রুমাল ফেলে
তোমার পাশেই ফেলব সিট
আমি স্লিপারে ,তুমি বসে
ঘুমিয়েও শান্তি হবে না ।

No comments:

Post a Comment

Featured post

Neo concrete poetry by Binayak Dutta