Tuesday, December 6, 2016

নির্বাক - বিনায়ক দত্ত

মাইক্রোফোন ইকুয়েলস টু 
ডিলডো । 
এবার স্টেজের প্রশ্ন তুললেই , 
ঠাস করে একটা চড় বসাবেন ?
নো প্রবলেম ,
লেস দ্যানে শিশুপাচারটা ফেলে দিচ্ছি ।
আর ভদ্রলোক বলে সময়টাকে গালাগালি করবেন না প্লিজ ।
ঘোমটা উঠিয়ে রাস্তাগুলোকে লজ্জায় , নাইবা ফেলবেন ।

Saturday, December 3, 2016

বাক্ ১০৪: বিনায়ক দত্ত

বাক্ ১০৪: বিনায়ক দত্ত: আর এক লেবুর কাহিনি   মাঝরাতে ফিরতি পথে   পেছন সিটে    একা ক্লান্ত     কমলা কমলা ফ্যান্টাসি     কারো তোয়াক্কা না...

no name

দুরে রাখো ,
কুয়াশা হয়ে যাব ।
কাছে ডাকো ,
কুয়াশা হয়ে যাব ।
এখন কুয়াশায় থাকছি ।

যারা ভগবানে বিশ্বাস করে না - বিনায়ক দত্ত

স্মৃতি জমাট বাঁধার আগে 
'বাবা' শব্দটা হারিয়ে ফেলেছে যারা ,
তাদের কাছে 'ঈশ্বর' এক সমার্থক শব্দ ।
দেখা যাবে না ,
ছোঁয়া যাবে না ,
সব , সব বলা যাবে ।

Monday, August 15, 2016

ন্তুন যুগ needs modification ঃ

বলিস আমায় সহচরী 
দিয়ে ঠিক ছেঁড়া ছিঁড়ি 
ই গো দ্বন্দ্ব -এ 
দিস না ধ্যান ।

লে প্রেমিক ................................................।

লে প্রেমিক ................................................।
হে ভগবান
রাত জেগে লেখা
গলে পড়া ভালবাসার কবিতা 
চুলে স্পাইক
ট্রিম করা দাঁড়ি
বড় ফ্রেমের চশমা
সব কি আজ বিফলে ?
পাগলা
ওই দ্যাখ
kfc তে
dominos এ
এতো খিদে যখন
চেখে আয়
তোর মতোই
হাড়ে ময়দা মাখানো ................................................

destination (গন্তব্যস্থল)

গন্তব্যস্থল - বিনায়ক

লাল নিস্তব্ধ সাইকেল ।
কেক
বাইক
বাজার ব্যাগ
এখনো রাস্তা ঢালু ।


Saturday, August 13, 2016

system

system
part 1.
নুনের কৌটোর জানলা খুলে
চেয়ার ঢুকে যাচ্ছে ব্যাগে
বে ড সিট কাল সিটে ঢাকা
পিঠের অভিনয় ঝুঁকছে প্রনামে ..............................।

শরীর যখন সম্পর্ক

শরীর যখন সম্পর্ক - বিনায়ক
এসো ভালোবাসা ভালোবাসা খেলি ।
ইঞ্চি দিয়ে মেপে নিও
এর গভীরতা 
আর স্টপওয়াচ দিয়ে
টিকে থাকার ক্ষমতা ।

Tuesday, August 9, 2016

guess the name

তোমার মত ঔ বড্ড সামাজিক ।
একা ডেকেছি কতবার
দল নিয়ে হাজির হয় ।
চোখ নাক কান আলাদা করতে পারিনা
খালি শরীর টা পেলেই কাটা কুটি করতে থাকি । 
যত ভেতরে যাই
আমাকে জড়িয়ে ধরে ।
হাফিয়ে উঠি ,আর না পরে
ও ছাড়ে না ,বুকে চেপে বসে ।
--------------------বিনায়ক

Tuesday, August 2, 2016

THE WAY (রাস্তা )

রাস্তা - ্বিনায়ক
অনেক টা সময়
অনেক পায়ের ছাপ
স্পষ্ট হয় রাস্তা ।
শ্যাওলা ফেলতে
ঘাস জন্মাতে
দু একটা নিম্নচাপ ।
চোর পুলিশ খেলার সময়
না ধরা পড়ার লোভে
হার মানাতাম
অনেক ঝোপ ঝাড়কে ।
পেছনে থাকা বন্ধুটাও
কিছুর তোয়াক্কা না করে
পা মেলাত ছাপে ।
অবাক হতাম যখন
কোন অচেনা লোক
পথ খুঁজে পেত
আমাদের বানানো রাস্তায় ।

Monday, July 25, 2016

no name 5

কখনো লিখতে লিখতে 
কান লাল হয়ে ওঠে না ?
গরম পারদ ছিটকে
বেরিয়ে আসতে চায় না 
ইলাস্টিক থার্মোমিটার টা থেকে । 
চারিদিকে আগুনে সব পোড়াচ্ছে
আর তুমি সিগারেট ধরাতে দেশলাই খুঁজে বেড়াচ্ছ ।
কি ভেবেছিলে জিজ্ঞেস করব -
"পুজোয় কটা জামা কিনবে ? "

Monday, July 18, 2016

No name #

কখনো নিজেকে
তোমার ভগবান মনে হয় না ?
এই একটা পাথর,  জীবন দিলে
 ঘাটে  প্রেমিকার কাপড় কাচা দেখছে ।
এই একটা গাছ হাত বাড়িয়ে
তোমার খোঁপায় সাজিয়ে দিল
সব থেকে উঁচুর ফুল  ।
ওই মরা মানুষ টা জ্যান্ত হয়ে
গড়গড়িয়ে বলে যাচ্ছে অতৃপ্ত ইচ্ছা ।
 তুমি হয়ত কবিতা লেখো না ।  

Saturday, July 16, 2016

Balance

সমতা বিধান - বিনায়ক

প্রত্যেকটা তীর
সমান হচ্ছে ।
শ্রদ্ধা ,ভক্তি 
রাগ ,ভালবাসা
ঠিক অনুপাতে
সব দরকার ।
কেউ তাপ দেয়,
কেউ তাপ নেয় ।
বোঝা যায় সব ।

Friday, July 15, 2016

life is a polygon

জীবনটা গোল নয় 
পলিগন । 
বাহু দৈ র্ঘ্য কর্মের 
সমানুপাতে । 
এক থেকে অন্য বাহু 
বাধা কোনা ।
লাক টাক থাকলে ভালো যদি
ওঠার কোন কমে ।
এগোচ্ছ এগোতে
মৃত্যু তার শেষ শীর্ষবিন্দু ।
মৃত্যুর পর জন্ম পর্যন্ত
একটা বাহু কিন্তু থেকে যায় ।

no name (read it )

একটা আপেল
গাছ থেকে পড়তেই
পেল মুক্তি বেগ ।
উঠে যাচ্ছে ওপরে ।
সই লোনা হাওয়া , 
উঠল ছাল চামড়া ।
বাকি শুধু বীজ
অবাধে পতনশীল ।
নতুন গাছ আবার ।
ভয় পাচ্ছে কে ?
মাটি ,হাওয়া নাকি .................................

Thursday, July 14, 2016

last station

মুক্তির স্টেশন

আবার আড়ালে হাত বাড়ালে
ইঙ্গিতের অনপেক্ষায়
বেঁকে যাচ্ছি গলি 
শুনেছি এ পাড়ার সব গলি স্টেশনেই মেলে
আ ঠু ভালো থাকলে যেও সাথে
আজকাল ট্রেনে খুব ভিড়
টেস্ট টিউ বের বেবিকেও ফুল টিকিট কাটতে হয়
চিন্তা করো না
আগে ভাগে রুমাল ফেলে
তোমার পাশেই ফেলব সিট
আমি স্লিপারে ,তুমি বসে
ঘুমিয়েও শান্তি হবে না ।

নারী কবে বুঝবে তুমি ?

ওই মানুষ টা তোমার হাত
ধরেই ঠোঁট ছুঁতে চাইল
অভদ্র বলে ড্রেনের জলে মেশালে ।
আর ওই মানুষটা যে
আড়াল থেকে মাপছে সারাদিন
ঘোমটা পরে ভদ্রতা বাড়াচ্ছে
রাত্রে ভেজাচ্ছে প্যান্ট
সে ভদ্র ,সুস্থ ,বাহ বাহ ।
নারী কবে বুঝবে তুমি ?

plus minus

প্লাস মাইনাস

এই দেখলাম তুমি আমার দিকে তাকালে
এই দেখছি তুমি ঘড়ি দেখছো
এই দেখলাম তুমি আমার দিকে আসছিলে
এই দেখছি তুমি কাওকে খুঁজছো

Wednesday, July 13, 2016

Crying Is Good (translated from bengali )

Many nightmares
harsh reality
unmatched estimates
are saved in sight for a long time
to hold them I erected dams

emotions wanted to overflow
new commitments
erected barricade
eyelids get thicker every time

your touch
in the grass less pitch
giving shiver in nave
clouds start forming by cold air
it's going to rain

today I could not stop myself
from swamping my banks
do not want to be blind anymore
crying is good

no name (practice writing )(select three different objects tree,transformer and petrol )

অতৃপ্ত তৃষ্ণায় গ্যালনে পেট্রল চুষে নিচ্ছে গাছ থরথরিয়ে নগ্ন ট্রান্স ফর্মার শপিং মলে মাটির চাদর

Tuesday, July 12, 2016

you are the source of my energy



শক্তি আমার আর রাত পায়না । অসংখ্য তুমি নিউক্লিয় সংযোজনে আমার হয়ে বেরোচ্ছে ।

CRIME (HAIKU )

ক্রাইম পাশের তল্লাটে কফিন শুঁকেছে কুকুর চাঁদ আর ওঠে না

The real things

The Real Things - Poem by binayak dutta







I can not show you
how much deep my love is
I can show you
the dreams, the promises
the hopes
how they have agglomerated 

Monday, July 11, 2016

You feel them not important ( translated from bengali haiku )

Yellow flower of the field
can not dress up like rose
in  lonely times
they  accompany  you 
holding your legs

the story of a stoner

The story of a STONER.
I am in love with
this small green bud
time has changed enough
and I cant party hard...


once they called me nerd
& now they add lazy
often when I find them
they pretend to be busy

I am a stoner
the ground,where I am from
hunger is certain here
being thirsty is norm

yes it choke my lung
when I try to inhale the peace
already stained my character
but I needed mental bliss

yes I dream a lot
but cant escape from reality
they do ****ing things
in the name of creativity

I m a stoner
illegal they call
trampled many homeless
when they were in alcohol

they say love the earth
but cover it with concrete
good things may arise in
mind ,when you hit

my learning sucks
when I try to explain the things
but as I got the green bud
I know how to add wings

yes we are stoner
often feel nervous in crowd
we love peace and
cant demand it loud

bela bose by anjan dutta is for all decades (my version ) post from past

সপ্ন গুলো পর্ণমচি র মতো
খসে পড়ে এক এক মাঝ রাতে
যত্ন করে কুঁড়িয়ে রাখি ভিজে বালিশের নিচে
বসন্ত এলে পাই যেন তোকে সাথে
আই থেকে ইউ মাঝে ৬৯
বেলা বোস তুই পাস কি শুনতে
পারিনি জোটাতে চাকরি এই মুদ্রাস্ফিতি র যুগে
পারিনি সম্মান বাঁচাতে ...।।

she does not ask me

ও প্রশ্ন করে না -বিনায়ক

পাঁশ হবে ওটা
-পাঁশের মানে কি ?
সব ধোঁয়া ধোঁয়া 
-ধোঁয়া ধোঁয়া মানে ?
-সমাপ্তি ওড়ে
-সমাপ্তি সে কে ?
পায়রা,লাল পা
-পায়রাও ওড়ে ?
সুখে আছে ডানা
-সুখে আছে কেন ?
পালক আছে না
-পালক কোথায় ?
মেঘ দেখছো না
-মেঘ ? এত দূরে ?
মেশে দিগন্তে

I do not like circus anymore

সার্কাস আর টানে না আমায় 


সার্কাস আর টানে না আমায় - বিনায়ক
ছোট বেলায় আমি খুব সার্কাস ভক্ত ছিলাম
কারনে অকারনে মারতাম তালি।
তারপর একদিনের কিছু খেলা
আর সার্কাস টানে না আমায় ।
হাঁটতে জানে না ওই বাচ্চাটা
ছুঁড়ে দিল ওকে ,হ্যা ছুঁড়ে দিল
যেন ভাসতে জানে না
ধরতে চাইছে কোন এক হাত ।
শূন্যে আকপাক খাচ্ছে ও
আর বাড়ছে তালির শব্দ ।
এক সুন্দরী হাত পা বাঁধা গর্ভ বতী
রঙিন চাকায় ঘুরছে
আর অনবরত শত শত ধারালো ছুরি ।
ওর ভেতর থেকে আসছে দমবন্ধ করা শব্দ
মাগো ,আমার বড্ড ভয় করে ।
ক্ষীণ দৃষ্টির এক বৃদ্ধ যে
লাঠি ছাড়া পারে না সিঁড়ি ভাঙতে ,
পার হচ্ছে লম্বা দড়ি ।
আর আমার সাইজের ওই লোকটা
গেডডু গেডডু বলে যাকে উপহাস করছে সবাই
শেষ নিঃশ্বাস পর্যন্ত ,
খাচ্ছে ধুলোতে গড়াগড়ি,
হাসছে সবাই ।
বাড়ি ফিরে সেদিন আর ঘুম ধরেনি
সার্কাস আর টানে না আমায় ।

Sunday, July 10, 2016

বিন্দুই রয়ে গেলে

বিন্দুই রয়ে গেলে - বিনায়ক
কুছ পরোয়া নেহি ভেবে
উল্কার মত একা ছুটে যাওয়ার
সিদ্ধান্ত নিলে ,বাহ ,বেস ।
যোগ ,বিয়োগ ,গুন ,ভাগ
ক্যালকুলাসে সিদ্ধহস্ত তুমি
জ্যামিতিতে বড্ড কাঁচা রয়ে গেলে ।
মাটি ছোঁয়ার আগে পর্যন্ত
আলোর গতিবেগ পেয়ে গেলেও
একটা হাত ও যদি না ধরো
সামান্য দাগ টুকুও কেটে যেতে পারবে না ।

Thursday, July 7, 2016

haiku

১। ছোট্ট নদী
অন্তর্বা হি নী  চোখে
স্থল ও পেল না ।

২। মাঠের হলুদ ফুল
গোলাপ সাজতে পারে না
একাকিত্বতায়
পায়ে ধরে সঙ্গ দেয়  ।

৩। অন্ধকারের লোভে
 ক্ল রো ফর্ম নাকে  চেপে
সূর্য কে ট্রিগার 

Wednesday, July 6, 2016

কমদামী কবি

কিছু কড়া ডোজের চার দিও তো 
হাইপোথ্যালামাসের প্রিয় খাদ্য হয়ে ওঠা চায় 
একই ঘোলা জল ,তার ওপর সবার বেজায় ডিমান্ড 
কমদামীর গন্ধ পেলে আগে নাক সিটকায়

we are in trouble

পরি স্থি তি বড্ড প্রতিকুল

বৃষ্টি ছুঁয়ে ভিজবে না শপথে

সব লেপছে ভেসলিন প্রলেপ

প্রেমের কবিতা লিখতে লিখতে

দড়িতে সান দিচ্ছে জল্লাদ ।।
- বিনায়ক

Monday, July 4, 2016

হিজিবিজি syllogism

জড় জীবের বেসিক
ডিফারেন্সটা গতি ,গতিই ।
সব গতির গতি হয় না ।
গতির উৎস প্রান ,
এর পরিস্ফুটন গতি ।
শেষ পৃথিবীর যেদিন গতি
মিসকে যাবে প্রান ।
প্রান থাকলে চিন্তা আসে
ঘুন ধরে আবার চিন্তাতেও ।
চিন্তার উৎস কোথায় ?
কেও গালে হাত মাথায়
দু তিন টোকা মেরে বললো মাথা
আবার কেও কেও বুকের ডান দিক বাঁ দিক ছুঁয়ে
কিছু একটা দেখাতে চায় ।
আমিতো ছুঁয়ে কিছুই পাইনা
বরং ভাবনায় জড়ি য়ে যাই ।
তাহলে কি জীবিত না সব জীব
আবারও কি অনেক জড় জীবিত হয় ?

Sunday, July 3, 2016

bidisha

বিদিশা

প্ল্যাটফর্ম চার সময় দশ
বেলঘরিয়া তখন রুটি পরটাময় ।
হিল জুতো চুল স্ত্রেটে অব্যক্ত 
ওর গন্ধে স্টেশন মাতাল
চোখ মেলায় না
অ্যাপেলের ফোনে টক টক টক ।
আমায় দেখলো ?
হ্যা ,আমি দেখেছি ।
ট্রেন দাঁড়াতেই ,ওকে তুলে নিল
হর্ন দাবিয়ে কানে কানে বলে গেল
"রুটি কেন রুটি ,ও চামড়া বেচে । "

Saturday, July 2, 2016

cen tas

সেন তাসে

এক্কান্নটা সম্ভাবনা এক মিনিটে ।
তাস খেলেছ ?
ওই যে এক্কা ,ওই যে রাজা,ওই যে রানী 
ওই যে গোলাম
চার চার করে
ভিন্ন বর্ণে ভেঙ্গে যাচ্ছে ।
আর জোকারটা ,
ইশ্বর বোঝো ?
হ্যাঁ ,জন্ম নেয় ওদের মাঝেয় ।
বর্ণ ,ধর্ম সব ছাড় তার
শুধু কর্ম ,শুধু কর্ম ।

p.s - census 2011 report says 51 kids born in India in every minute .

Thursday, June 30, 2016

bloody biodata

রক্তাক্ত বা য়ো ডে টা - বিনায়ক

ডিনার থালায়
হৃদ পিণ্ড টা কেটে দিলাম 
বর্ষবলয় গুনতে পারো ?
একটার ওপর চেপে একটা
ওগুলোতে জিরচ্ছিলাম
ক্ষতগুলো রক্ত জমাট
খুঁজে পাইনি বিবর্ণতায়

Wednesday, June 29, 2016

unnotir sekal o ekal

উন্নতির সেকাল ও একাল । ।
ভাবো ,ভাবা প্র্যাকটিস করো -old one
চাট ,চাট , পা চাটা প্র্যাকটিস করো -- new one 


-binayak 

holy relation (holi special )

হলি রিলেশন ......................................................
কাল হোলি ।
-হুম।
আমি যে তোকে রঙ মাখাতে পারব না ।তোর কষ্ট হচ্ছে না ?
-না ।
ও,জানিরে অনেকেই আছে তাই রঙের অভাব হবে না তোর।
-তোর জন্য আগলে রাখব কপাল টা ,যবে আসবি পরিয়ে দিস ।
আমি তোকে খুব ভালোবাসি ।
-আমিও ।
binayak

kataccchi somoy

আর বেশি সময় নেই হাতে
কবেই বা পেয়েছিলাম
সিগারেটের ধোঁয়ায় 
শরীরটা হালকা 
জোর করে চাপানো চাপে
মনটা ভারী
মাধ্যাকর্ষন খায় হিমসিম
আসার লিঙ্গ উঁচু হয়ে থাকে
ভোর রাতে অসফল শুক্রাণু
অভ্যাস গুলো দ্রুত পরিবর্তনেই
একটা নতুন অভ্যাস ।

chena bagan

চেনা বাগান ১ .......................................
চারটে গাছ পাশাপাশি
ফারাক নেই , ঠাসা ঠাসি
কেও বলে বাড়ির লোক
কেও বলে ওরা প্রতিবেশী
চির হরি ৎ একটি
বাকি গুলো পর্ণ মচি
সেই ছোট থেকে
বেড়ে উঠেছে এক সাথে
পা ধরে টেনে রাখে না
বেড়ে ওঠে আলোর পথে
ওদের যোগ মুলে
জাতি ,ধর্ম সব বিফলে ।

vuter jokhon khide pai (real story )

22 characters of my journey.....................
part ...?
স্কুল থেকে বাড়ি ফিরতাম সট কার্ট গলি বেয়ে । এক হাফ ছুটির দিন দুই বন্ধুর সাথে বাড়ি ফিরছি, রাস্তায় এক মেয়েকে সাথে দেখা। অল্প চুল মাথায় ,গায়ে একটা ছেঁড়া জামা,চোখে চোখ মেলানো যায় না।একটা বাগানের ভাঙ্গা বাঁঁশের বেড়াটাকে জড়িয়ে
ওর ওপর থেকে উই পোকা দিয়ে বানানো ঝরা মাটি গুলো খাচ্ছে ,হাতে একটা অমরি লাঠি । চরাতে আনা দু তিনটে ছাগল বাগানের গাছ গুলো খাওয়ার জন্য রাস্তা খুজছে ।সেদিন আমরা ভুত ভুত বলতে বলতে পালিয়ে এসেছিলাম ।

ektu dialoguebazi r ki

দেশে প্রেমিকের অভাব নেই ,দেশ প্রেমিকের অভাব আছে।

3 ti meye

3 মেয়ে ...........................
binayak

ওদের বাড়ীর তিনটি মেয়ে
শিক্ষা থেকে অনেক দূরে
বড় টার আর পাত্র জোটে নি
কাজ করত বাবুর বাড়ীতে
বাবুর ছিল মনের খিদে
ঝাপ মেরেছিল ওর ওপর
সেদিন থেকে ওর স্বভাব খারাপ
কারো বাড়িতে ওর কাজ জোটে না
মাঝের টার জানিনা কি হয়েছিল
কে যেন ওকে ভালবাসতে নিয়ে গিয়েছিল
ফিরেছিল একাই ,অনেক ভালবাসা নিয়ে
আর শরীরে কয়েকটা দাগ নিয়ে
ছোট টা ধুলোয়
গড়া গড়ি খায়
নজর রাখে বাবু
কবে বড় হবে
কবে স্বভাব নষ্ট হবে ।

impress korar chesta ektu r ki

কাল বৈশাখী -binayak

বৈশাখী আজো আসে
কাল হয়ে
চোখে ধুলো পড়ে তোমার 
আমিতো তোমারি

uttom modhom

উত্তম যেত গান শিখতে
মধ্যমের ড্রয়িং স্কুল
আমি অধম আম তলায়
গুটি খেলে বেজায় কুল

ওদের নাকি হরমন বেশি
বেরিয়ে গেছিল গোঁফ দাড়ি
আমার শরীরে প্রোটিন কম
অনেক কষ্টে হাফ প্যান্ট ছাড়ি

উত্তম মধ্যম খুব সিরিয়াস
শুরু হয়ে গেছে ক্লাস টেস্ট
খাতায় চলে আমার দাপট
টোটাল মার্কসে আমিই বেস্ট

-binayak

Incarnation

জ্বলব পুড়ব
বাতাসে মিলবে
আলোর আভাস আবার
ঠিক খুজে নেবে
.........................
ফুলে সাজিয়ে কর্ম
ফলের স্বাদ পায়না
অপেক্ষা করে মৃত্যুর
নতুন একটা অবতার
.............................
তোমার দেওয়া জন্মে
আমার হাজার পুনর্জন্ম

a song for her

তেষ্টা মাঝ রাতে ওঠে
পেতো যদি
আলতো ছোঁয়া
দুষ্টুমি ভরা ঠোঁটে
.......................
ছুঁয়ে দেখে
পাশে তুই নেই
ঘুম ভাঙ্গে যেই
..........................
থাক না
কটা রাত বাকি
ভালবাসার সন্ধ্যে হলে
সন্ধ্যেতে য় থাকি
............................................
আজ দেরি হতে পারে
তুই র আমি
নদীর ধারে
চলনা
জোৎস্না তে মন সেঁকি
.............................................
এখন লোডসেডিং এ
ভরা দুপুর
তবু তোর হাওয়াই হার মানে
মুখ ঝলসানো লু
..................................................
বৃষ্টি হলে হবে
মাকে বলিস ছাতা চাইনা
ভিজব হাত ধরে
আন্ধকারে
....................................
চল ভালবেসে যাই
চল সপ্নে ভেসে যাই
ভিড়ে ধরিস হাত
দূর থেকে যেন
তোকে খুজে পাই
................................................
আজো ভালো খুজে পাই
অবাধ্য তোর আশকারা য়
আমার কথা ভাঙ্গা তবু
জোড়ার সুর বেন্ধে যাই
...................................................
চল ভালবেসে যাই
আজ সপ্নে দূর পালাই
পুরনো ঝগড়া ভুলে
আবার তোর সাথে বাঁচতে চাই

-binayak

childhood story (real ) firfiri

আমি বাংলা মিডিয়াম প্রাইমারি স্কুলের ছাত্র । কোন কেজির বালাই নেই । দুই দিদি ই পড়াশুনাতে খুব একটা ভালো না হোলেও সাধারনের থেকে ওপরেই পড়ে । ওরা ওই একই স্কুলেরই ছাত্রী । ওদের সুত্রে আমাকে ভালো করে চিনত স্কুলের স্যার , দিদি মনি রা ।
.........................................................................................................
প্রথম শ্রেণির হাফ ইয়ারলি পরিক্ষায় অঙ্কে পেলাম ১০০ এর মধ্যে ২০ । প্রথমে স্কুলে বকুনি , দিয়ে বাড়িতে খবর , বাড়িতে বকুনি । ওরা ও বুঝে উঠতে পারছিল না আমার অধঃ পতনের কারন । আমাকে অনেক বোঝানো হল , কারন জানতে চাওয়া হল । আমি ভয়ে কিছু বলিনি সেদিন ।
...............................................................................................................
বার্ষিক পরিক্ষায় পেলাম ১০০ তে ১০০ । সবাই অনেক খুশী । সেদিন বলেছিলাম আমার আগের পরিক্ষায় ১০০ তে ২০ পাওয়ার কারন ।
........................................................................................................
আমি আর আমার পাসের বাড়ির বন্ধু দুজনে স্কুল যেতাম । কোন কোন দিন ৫০ পয়সা পেয়ে গেলে আমাদের প্রিয় দোকানে কিছু কিনে স্কুল । হাফ ইয়ারলি পরিক্ষার দিনটাই আমাদের দুজনের কাছে ই পয়সা থাকেনি । দোকানে একটা ফিরফিরি ঝুলছে দেখে দাম জিজ্ঞেস করে নিলাম । কিন্তু সমস্যা টা ছিল এটাই যে দোকানে একটাই ফিরফিরি আর আমরা দুজন । খেলি এক সাথে কিন্তু যার জিনিস সে ত বেশিক্ষণ ওড়াবে । তিন ঘণ্টার পরিক্ষা , আধ ঘণ্টা য় খাতা জমা দিয়ে বাড়ি । বাড়ি ফিরে পয়সা নিয়ে ফিরফিরি কিনে অনেক উড়িয়ে ছিলাম দুজনে এক সাথে ই ।
..........................................................................................................
তখন অনেক ছোট , কিছু পেতে হলে কিছু হারাতে হয় এটা বুঝতে শিখিনি । তাই হারাতেও শিখি নি । এখন বড় , বুঝেও কোন লাভ হয়না । হারাতে মন কেমন করে ।

shitty poet

ওই কবি টা -binayak
.......................
কবি তুমি কত গুণী
কি সুন্দর মেলাও ছন্দ 
কত ভাষায় তোমার পারদর্শিতা
এই ভাষা থেকে ওই ভাষায়
অনুবাদ করলে কত কিছু
.......................................
গরীবের মুখের ভাষা খুব শক্ত না
কবি ,নাকি অবোধ্য ?
পেলাম না ওদের মুখের ভাষা
তোমার কোন লেখায়
ওরা ধুলোয় গড়াগড়ি খায়
তাই কি তুমি ধুলো মাখতে চাও নি ?
......................................................
কবি ওদের নিয়ে লিখলে
তুমি কি পাবে না amazon এ ঠাই ?
ছুটবে না কি প্রকাশক রা তোমার পেছনে ?
পুরন হবে না তোমার আকাশ ছোয়ার স্বপ্ন ?

wtf ,where do I belong ?

এ কেমন তন্ত্র -binayak
...............
গন তন্ত্রের অংশ আমি
যে গনতন্ত্রে 
খিদে পেটের ডাক শুনতে চা্য না কেও
শোনে শব দেহের ওপর বানানো স্টেজের
ওপর মাইক হাতে ভোট চাওয়া ভিকিরির
হ্যাঁ ওরা শুধু ভোটেই চায়
বছরের পর বছর
এদিকের ভোট ওদিকে যায়
..........................................
প্রজা তন্ত্রের অংশ আমি
যে প্রজাতন্ত্রে লাল ,নীল ,গেরুয়া
গায়ে চাপালেয় হয়ে যাবি রাজা
বাচ্চা দের ওপরেও পড়তে পারে শক্ত বুটের লাথি
প্রয়োজনে অকারনে পেতে হতে পারে সাজা
.....................................................
ধর্ম নিরপেক্ষতার নামে পিশাচ রুপী
পুরোহিত মোল্লাদের সহায়তায়
ধর্ম ভীরুরা জোট বাঁধে
করে নিজেদের মধ্যে লড়াই
........................
মুক্তরা আজাদি চায়
স্যালাড খেয়ে পেট ভরেনি
ওদের আবার খাবার চায়
.............................................
গরীব তোমরা উপোষ করো
ভালো থাকতে রাখো মৌন ব্রত
তোমরা ছোট , বড়দের কথা না শুনলে
দেহে পাবে আজিবনের ক্ষত
....................................
তোমরা অছ্যুত রাজনীতির মন্দিরে এসো না
তোমাদের সইবে না এ আভিজাত্য
বাইরে দাঁড়িয়ে অপেক্ষা কর
বাজলে ওদের জেতার ঘণ্টা
হাত পেত , পাবে রক্ত মাখা শান্তি জল

stoner slow rap

if you know
you can
smoke and fly
why do u
believe in 
their lies
you know you
can hit and
be free
why dont
you
still agree
they say it
will hurt
your heart
you ll not be able
to do things
and cant be smart
so dont listen to the
bull shit
you know u cool like
brad pit
take a shower
then hit
dont forget to
bring some sweets
then you think
and think
i know you must
forget the link
between,
be slim
and fit
till you find it
cheap
you smile
and smile
you are forgetting
what was the
last line
you sing
a song
it does not mean
if you lyrically
wrong
if you thinking
i am high
ohh friend i never exaggerate
in lie
just hit
a bong
if you cant understand the meaning of
my song
by low binayak

ektu bani ar ki

তোমার ক্রিয়ার সঞ্চার পথে আমার সন্নিকর্ষ কি বড্ড ঘামদায়ক ?
বলে ফেলো ।
রাসায়নিক প্রক্রিয়ায় বানানো পাওডারে ঢেকো না তোমার সহজাত বাহার ।

utopia

অফিস শেষে
ঠাণ্ডা কফিনে ফির না আজ
তোমায় ওরা নিতে আসবে
খানিক থেকে
xxxxxxx108 অ্যাকাউন্ট নম্বর টা
যদি ভুলতে না পারো
তখন না হয় ফিরে আসবে
ওদের বানানো রাজ্যে
নাকি সব ভালো
স্বপ্ন ভাঙ্গে না
DNA এর প্যাঁচের মতো একে অন্যকে ধরে
ওপরে ওঠে সবাই একসাথে

when love is right angle triangle

সমকোণী ত্রিভুজ
.................................
মাথা নিচু করতে কোনদিন বলিনি তো তোমায় ।
থাকো না লম্ব হয়েই
তোমার কাঁধে মাথা রেখে আমি অতিভুজ হয়েই থাকব না হয় ।
তাই বলে ইগোর ভূমিটা বাড়িয়ে দিও না রোজ একটু করে ।

no name 3 (poem )

সেই কবে মেঘ ধরেছিল
আমার বারান্দায়
তুমি আজো এলে না
সেই কবে দিলে পাড়ি
সাঁতরে আজো
তোমায় ছুতে পারিনা
তোমার ফেলে যাওয়া স্বপ্ন
আজো আমি দেখতে ছাড়িনি
বুক ঠেকেছে ভুইয়ে
তবু আজো আমি হারব মানিনি
সেই কবে ধরেছ হাত
তোমার ছোঁয়া আজো
ভুলতে পারিনা
এক দুকথায়
তুমি কি আমার
হয়ত ঠিক বোঝাতে পারি না
‪#‎nam‬ hin
-binayak

no name 2 (.poem )

ভাঙা দেওয়াল থেকে
যখন সিমেন্ট খসে খসে
পড়ে ,মন শুনতে পায়
ওর ও দেওয়াল আছে
নিরাশার জাহাজ
কত কি আশা দিই
ভাঙে ,মন শুনতে পায়
ওর ও দেওয়াল আছে
রাস্তা শুরু করে
সিঁড়ি তাকিয়ে সাপের মুখে পা
আফশোস , মন শুনতে পায়
ওর ও দেওয়াল আছে
‪#‎নাম‬ হিন
-বিনায়ক

vagya laxmi

vagya laxmi- binayak

তুমি তো সেই
যে আশ্রয় দিয়েছে
আমার দিশাহীন 
খুচরো স্বপ্নগুলো কেও
তুমি তো সেই
যে আশ্বাস দেয়
ডীপ ফ্রিজে
স্বপ্ন জমে সত্যি হয়
তুমি তো সেই
যার উপস্থিতিতে
বুঝে উঠি
ভাগ্যলক্ষ্মী কথার মানে

jokes 3 .how to know whether a guy is single ? modern technique

কোন ছেলে single কিনা জানার নতুন উপায় ঃ

তুমি clash of clan খেল?


how to know whether a guy is single or not  ? modern technique

ask him -whether he plays  clash of clan or not 

vabnar bochon

ভাবনার বচন -বিনায়ক

ভাবলাম একটা কবিতা লিখি
অভিধান খুলে টপাটপ শিখি
ভাবলাম একটা বানাবো বাড়ী
পকেট হাতড়ে রূমাল ঝাড়ি
ভাবলাম এবার উড়বো প্লেনে
ধ্বস নামলো টিকিট শুনে
তোর বাপিকে আরে ভাই
এইতো এতো আরকি চাই
ভাবতে গিয়ে দেরী এখন
পাহাড় গলে নদীর মতন

what is rajniti ?

রাজনীতি হল চোখ নাখ কান বাদে শুধু পৌষ্টিক তন্ত্র দ্বারা গঠিত মানুষ । ভোটার দাও মানে খেতে দাও দুমড়ে মুচড়ে যা হোক করে গলাধ করন করবে । গলা পেরলেই মানে জিতে গেলেই অ্যাসিড বৃষ্টিতে জ্বালাবে । নোংরা নালী গুলো দিয়ে পেরতে পেরতে চুষে নেবে বাকি ইচ্ছা , শক্তি টুকু । তারপর ওই ,ভোটার তোমার কাজ শেষ , পায়ু পথ দিয়ে বেরিয়ে যাও অপেক্ষা কর ব্যাকটেরিয়ার , মাটিতে মিলবে ।

the untold story of every friend zoned

they are friends.once he could not stop himself telling her that there is something more than friendship between them .she did not believe .he could not force her to love him .after that many days have passed, they are still friend .now she has changed her mindset and want a soulmate like him but cannot tell him or get him and it makes her angry .

jokes 2 ,,,when he is not as romantic as you think

--আমার সারাটা দিন ,মেঘলা আকাশ ,বৃষ্টি তোমাকে দিলাম

--তাই ?বাহ ,বাহ । কেন হটাত ?

--পছন্দ না আমার প্যাচ প্যাচে কাদা ।

modern arjun facing problems

গল্পটা আপনাদের হয়তো বা জানা । সেই যে অর্জুন এর পাখির চোখে তীর মারার গল্প এটা সেটাই । কিছুটা সময় পার হয়ে গেছে শুধু । সেদিন অর্জুন গেল তির ধনুক নিয়ে , গাছ পাখি সব আছে । নিশানা করতে যাচ্ছে অর্জুন সুরু হল ভাষণ ঃঃঃ
১। এখনো চাকরি পাউ নি ,তাই শুনেছিলাম তোমার নাকি একাডেমিকস খুব ভালো । অর্জুন চুপ কোন কথা নেই ।
২। দেখো অর্জুন বয়স তো হল এবার কাজে মন দাও । অর্জুন চুপ কোন কথা নেই ।
৩। এই সব করে বেড়ালে গার্ল ফ্রেন্ড জুটবে না রে অর্জুন । অর্জুন চুপ কোন কথা নেই ।
৪। ভুল করেছিস mechanical পড়ে । cse,it,ece নিয়ে পড়তে হত ।
-----অর্জুন - ঠিক বলেছেন হয়ত ।
৫। সব সময় হাতে একটা জিনিস রেখে কাজ করবি । এই যে পাখির চোখে নিশানা টা করেছিস । দেখে নিতে হবে চোখে না লাগলেও গাছের আম টা পড়বে তো ।
---------অর্জুন - হুম ।
অর্জুন তির ছুঁড়ল । না আম না পাখি । সবাই হাসতে হাসতে ----" আগেই বলেছিলাম এসব করে কোন লাভ নেই , আমরা তো জানি । "

jokes,hasna bhi jaruri hain

১০ টা সৌদি আরব ঢুকে গেলেও ভারতের তেলের সমস্যা মিটবে না । দিন রাতের প্রায় অর্ধেকটা সময় এরা তেল মাখতে ও মাখাতে ব্যস্ত ।

moner manush

মনের মানুষ -বিনায়ক দত্ত


বাহ ।
এইতো ওদের মনের মত মানুষ হয়ে উঠেছ তুমি ।
আনায়াসে খুঁজে পাচ্ছ ছেলে মেয়ের তফাত ।
স্তন দেখে মেপে নিচ্ছ মেয়েদের চরিত্র ,
আর পকেট দেখে ছেলেদের যোগ্যতা ।।

kabitar chas

কবিতার চাষ -বিনায়ক দত্ত

চাষের শখ উঠছে
আখড়ার ধামা চাপাতে
কালি লেপে দিয়েছি
সবুজ হয়ে উঠবে
৫-৭-৫-৭-৭ এ কোনদিন

no name

ব্যালকনি টপকাচ্ছে চাঁদ 
ঝমঝম নুপুরের শব্দ 
জ্যোৎস্না প্যাক চিড় চিড়লে 
জোয়ার ভিজতে দেবে

chithi

চিঠি -বিনায়ক

সাওয়ারে ডুব দি ফিকে রঙ
হলদে কালো হয়ত বা জং
খিটখিটে অসহায় লেখা
আধ ম্যাড়ম্যাড়ে রোদে সেঁকা
বিষয় বস্তু খুঁজে পেলে
থিকানা আঙুলের দিও
আশকারা্তে চোখ নাচালে
ড্রয়ার টেবিল ছুঁয়ে দেব

success ?

সফলতা না সোজা না 
কনভারজেনটে ডাইভারজেনটে 
খাবি খাচ্ছে গোটা রাস্তায় 
চুম্বকের কাজ করে ভালো 
লালে শুরু হাওয়ায় মেলা
মেরু দ্বয়ের মধ্যে খেয়া
গডপার্টিক্যাল দৃষ্টির সৃষ্টি

Monday, June 27, 2016

Udbastu: life short poem

Udbastu: life short poem: জীবন - বিনায়ক মৃত্যু দিয়ে শিক্ষা দিচ্ছ যে কয়লা পুড়নোর কাঠ না থাকলে আমায় আর কাঁদাতে পারবে কি

life short poem

জীবন

- বিনায়ক


মৃত্যু দিয়ে শিক্ষা দিচ্ছ যে
কয়লা পুড়নোর কাঠ না থাকলে
আমায় আর কাঁদাতে পারবে কি

Sunday, June 26, 2016

O river

মিলতে দেবে নদী - বিনায়ক দত্ত 


উচ্চগতিতে তোমার খরস্রোত
পাহাড় ভেঙ্গে নুড়ি বানায়
মোহনাতে সাদায় মিলে যাব
ভোর রোজের স্বপ্ন দেখেছি
জল প্রপাতে মাটি না ছুঁলে
শাখার রাস্তা দেখাবে না

mental condition

মনস্থিতি

Friday, June 24, 2016

hypnotize

hypnotize- binayak dutta

চুপ চাপ বসো
জিভ বার করো
টাকার গন্ধ আসছে ? 
গাড়ী বাড়ীর সপ্ন
পেন্ডুলামে দুলছে কি ?
চিন্তার কারন নেই আর
মানুষে ধরেছে ।

MA

মা -বিনায়ক দত্ত

নিলে নীলে
আমার কষ্ট
দিলে দিলে
ভালোবাসা
শোধ না করলে
পায়রা হলে
চিনতে পারবে
বকম বকম

Natural

অ কৃ ত্রি ম - বিনায়ক দত্ত

পারলে
গরীবদের লেখা পড়
পান্তা ভাতের শীতলতা ছোঁবে 
রেফ্রিজারেটারে রাখা বিরিয়ানি
উৎসেচক মরে গেছে অনেক আগেই

Featured post

Neo concrete poetry by Binayak Dutta