গল্পটা আপনাদের হয়তো বা জানা । সেই যে অর্জুন এর পাখির চোখে তীর মারার গল্প এটা সেটাই । কিছুটা সময় পার হয়ে গেছে শুধু । সেদিন অর্জুন গেল তির ধনুক নিয়ে , গাছ পাখি সব আছে । নিশানা করতে যাচ্ছে অর্জুন সুরু হল ভাষণ ঃঃঃ
১। এখনো চাকরি পাউ নি ,তাই শুনেছিলাম তোমার নাকি একাডেমিকস খুব ভালো । অর্জুন চুপ কোন কথা নেই ।
২। দেখো অর্জুন বয়স তো হল এবার কাজে মন দাও । অর্জুন চুপ কোন কথা নেই ।
৩। এই সব করে বেড়ালে গার্ল ফ্রেন্ড জুটবে না রে অর্জুন । অর্জুন চুপ কোন কথা নেই ।
৪। ভুল করেছিস mechanical পড়ে । cse,it,ece নিয়ে পড়তে হত ।
-----অর্জুন - ঠিক বলেছেন হয়ত ।
৫। সব সময় হাতে একটা জিনিস রেখে কাজ করবি । এই যে পাখির চোখে নিশানা টা করেছিস । দেখে নিতে হবে চোখে না লাগলেও গাছের আম টা পড়বে তো ।
---------অর্জুন - হুম ।
অর্জুন তির ছুঁড়ল । না আম না পাখি । সবাই হাসতে হাসতে ----" আগেই বলেছিলাম এসব করে কোন লাভ নেই , আমরা তো জানি । "
No comments:
Post a Comment