Wednesday, June 29, 2016

a song for her

তেষ্টা মাঝ রাতে ওঠে
পেতো যদি
আলতো ছোঁয়া
দুষ্টুমি ভরা ঠোঁটে
.......................
ছুঁয়ে দেখে
পাশে তুই নেই
ঘুম ভাঙ্গে যেই
..........................
থাক না
কটা রাত বাকি
ভালবাসার সন্ধ্যে হলে
সন্ধ্যেতে য় থাকি
............................................
আজ দেরি হতে পারে
তুই র আমি
নদীর ধারে
চলনা
জোৎস্না তে মন সেঁকি
.............................................
এখন লোডসেডিং এ
ভরা দুপুর
তবু তোর হাওয়াই হার মানে
মুখ ঝলসানো লু
..................................................
বৃষ্টি হলে হবে
মাকে বলিস ছাতা চাইনা
ভিজব হাত ধরে
আন্ধকারে
....................................
চল ভালবেসে যাই
চল সপ্নে ভেসে যাই
ভিড়ে ধরিস হাত
দূর থেকে যেন
তোকে খুজে পাই
................................................
আজো ভালো খুজে পাই
অবাধ্য তোর আশকারা য়
আমার কথা ভাঙ্গা তবু
জোড়ার সুর বেন্ধে যাই
...................................................
চল ভালবেসে যাই
আজ সপ্নে দূর পালাই
পুরনো ঝগড়া ভুলে
আবার তোর সাথে বাঁচতে চাই

-binayak

No comments:

Post a Comment

Featured post

Neo concrete poetry by Binayak Dutta