Wednesday, June 29, 2016

wtf ,where do I belong ?

এ কেমন তন্ত্র -binayak
...............
গন তন্ত্রের অংশ আমি
যে গনতন্ত্রে 
খিদে পেটের ডাক শুনতে চা্য না কেও
শোনে শব দেহের ওপর বানানো স্টেজের
ওপর মাইক হাতে ভোট চাওয়া ভিকিরির
হ্যাঁ ওরা শুধু ভোটেই চায়
বছরের পর বছর
এদিকের ভোট ওদিকে যায়
..........................................
প্রজা তন্ত্রের অংশ আমি
যে প্রজাতন্ত্রে লাল ,নীল ,গেরুয়া
গায়ে চাপালেয় হয়ে যাবি রাজা
বাচ্চা দের ওপরেও পড়তে পারে শক্ত বুটের লাথি
প্রয়োজনে অকারনে পেতে হতে পারে সাজা
.....................................................
ধর্ম নিরপেক্ষতার নামে পিশাচ রুপী
পুরোহিত মোল্লাদের সহায়তায়
ধর্ম ভীরুরা জোট বাঁধে
করে নিজেদের মধ্যে লড়াই
........................
মুক্তরা আজাদি চায়
স্যালাড খেয়ে পেট ভরেনি
ওদের আবার খাবার চায়
.............................................
গরীব তোমরা উপোষ করো
ভালো থাকতে রাখো মৌন ব্রত
তোমরা ছোট , বড়দের কথা না শুনলে
দেহে পাবে আজিবনের ক্ষত
....................................
তোমরা অছ্যুত রাজনীতির মন্দিরে এসো না
তোমাদের সইবে না এ আভিজাত্য
বাইরে দাঁড়িয়ে অপেক্ষা কর
বাজলে ওদের জেতার ঘণ্টা
হাত পেত , পাবে রক্ত মাখা শান্তি জল

No comments:

Post a Comment

Featured post

Neo concrete poetry by Binayak Dutta