Tuesday, June 14, 2016

kanna to valo -by binayak dutta

অনেক দুঃস্বপ্ন 
কঠিন বাস্তব 
না মেলা হিসেব 
জমিয়ে রেখেছি বহুদিন চাওনিতে 
আটকে রাখতে দিয়েছি বাঁধ 
উপচে পড়তে চেয়েছে আবেগ 
নতুন প্রতিশ্রুতি 
বানিয়েছে ব্যারিকেড 
পুরু হয়েছে পাতা প্রতিনিয়ত 

ঘাস বিহীন পিচে 
তোমার ছোঁয়ায় 
তল পেটে আজ জেগেছে শিহরণ 
ঠাণ্ডা হাওয়ায় 
জমেছে মেঘ 
নামছে বৃষ্টি 
ভিজতে চাইছে মন 
আজ আর সামলাতে পারিনি 
ভাসিয়ে দিলাম দুকুল 
অন্ধ হওয়ার ইচ্ছে আর নেই 
কান্না তো ভালো ।

No comments:

Post a Comment

Featured post

Neo concrete poetry by Binayak Dutta