চরিত্রকে দোষ দাও
কাছে টেনে হাত
ছুঁতে চায় ভেজা চুল
আঙ্গুলের মাঝে গ্রস্ত উপত্যকা
ভরবে না তোমার আঙ্গুল ?
কোল তো বিছলে
এবার মাথা চায় নামতে
তোমার দ্রুততার সাথ মিলিয়ে
ঠোঁট চায় এক কম্পাঙ্কে কাঁপতে
অপলক দৃষ্টি চায় এ নয়ন
লোম ,শীত বৃষ্টির শিহরণ
আর তুমি শুধু
আমার চরিত্রকে দোষ দাও ।
ছুঁতে চায় ভেজা চুল
আঙ্গুলের মাঝে গ্রস্ত উপত্যকা
ভরবে না তোমার আঙ্গুল ?
কোল তো বিছলে
এবার মাথা চায় নামতে
তোমার দ্রুততার সাথ মিলিয়ে
ঠোঁট চায় এক কম্পাঙ্কে কাঁপতে
অপলক দৃষ্টি চায় এ নয়ন
লোম ,শীত বৃষ্টির শিহরণ
আর তুমি শুধু
আমার চরিত্রকে দোষ দাও ।
No comments:
Post a Comment